মালদা

মালদা জেলার পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনায় দিনের শেষের লাস্ট আপডেট দেখে নিন এক নজরে

ইংরেজ বাজার ব্লকের মোট আসন ১৬৭ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ৭৬ টি ও এগিয়ে রয়েছে ৩ টি আসনে, বামফ্রন্ট পেয়েছে ৬ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, কংগ্রেস পেয়েছে ২৭ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, বিজেপি পেয়েছে ৪৫ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, নির্দল পেয়েছে ১২ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, ও টাই হয়েছে ১ টি আসন।

পুরাতন মালদা ব্লকের মোট আসন ৯৭ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ৩৩ টি, ও এগিয়ে রয়েছে ০ আসনে, বামফ্রন্ট পেয়েছে ৩ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, কংগ্রেস পেয়েছে ১৮ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, বিজেপি পেয়েছে ৪০ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, নির্দল পেয়েছে ৩ টি, এগিয়ে রয়েছে ০ আসনে।

কালিয়াচক ১ নং ব্লকের মোট আসন ১৯০ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ১৩১ টি, ও এগিয়ে রয়েছে ০ আসনে, বামফ্রন্ট পেয়েছে ২ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, কংগ্রেস পেয়েছে ৪২ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, বিজেপি পেয়েছে ৬ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, নির্দল পেয়েছে ৮ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, ও টাই হয়েছে ১ টি ও পেন্ডিং রয়েছে ০ টি আসন।

কালিয়াচক ২ নং ব্লকের মোট আসন ১২৭ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ৬৪ টি, ও এগিয়ে রয়েছে ০ আসনে, বামফ্রন্ট পেয়েছে ৬ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, কংগ্রেস পেয়েছে ২৮ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, বিজেপি পেয়েছে ২০ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, নির্দল পেয়েছে ৯ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, ও টাই হয়েছে ০ টি আসন।

কালিয়াচক ৩ নং ব্লকের মোট আসন ২০৪ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ৮৫ টি, ও এগিয়ে রয়েছে ০ আসনে, বামফ্রন্ট পেয়েছে ৫ টি, এগিয়ে রয়েছে ১ আসনে, কংগ্রেস পেয়েছে ৩৪ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, বিজেপি পেয়েছে ৪৯ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, নির্দল পেয়েছে ২৮ টি, এগিয়ে রয়েছে ১ আসনে, ও টাই হয়েছে ১ টি আসন।

হরিশ্চন্দ্র পুর ১ নং ব্লকের মোট আসন ১২১ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ৩৮ টি, ও এগিয়ে রয়েছে ০ আসনে, বামফ্রন্ট পেয়েছে ১৭ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, কংগ্রেস পেয়েছে ৩৭ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, বিজেপি পেয়েছে ২৫ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, নির্দল পেয়েছে ১ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, ও টাই হয়েছে ১ টি ও পেন্ডিং রয়েছে ২ টি আসন।

হরিশ্চন্দ্র পুর ২ নং ব্লকের মোট আসন ১৪১ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ৬৬ টি, ও এগিয়ে রয়েছে ২ আসনে, বামফ্রন্ট পেয়েছে ৯ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, কংগ্রেস পেয়েছে ৫২ টি, এগিয়ে রয়েছে ২ আসনে, বিজেপি পেয়েছে ৮ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, নির্দল পেয়েছে ২ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, ও টাই হয়েছে ০ টি ও পেন্ডিং রয়েছে ০ টি আসন।

চাঁচল ১ নং ব্লকের মোট আসন ১৩৫ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ৫১ টি, ও এগিয়ে রয়েছে ০ আসনে, বামফ্রন্ট পেয়েছে ১৭ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, কংগ্রেস পেয়েছে ৫৩ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, বিজেপি পেয়েছে ১৩ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, নির্দল পেয়েছে ১ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, ও টাই হয়েছে ০ টি ও পেন্ডিং রয়েছে ০ টি আসন।

চাঁচল ২ নং ব্লকের মোট আসন ১১৯ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ৬৪ টি, ও এগিয়ে রয়েছে ০ আসনে, বামফ্রন্ট পেয়েছে ১২ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, কংগ্রেস পেয়েছে ২১ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, বিজেপি পেয়েছে ২০ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, নির্দল পেয়েছে ১ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, ও টাই হয়েছে ০ টি ও পেন্ডিং রয়েছে ১ টি আসন।

রতুয়া ১ নং ব্লকের মোট আসন ১৬৭ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ১০৬ টি, ও এগিয়ে রয়েছে ০ আসনে, বামফ্রন্ট পেয়েছে ৯ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, কংগ্রেস পেয়েছে ১৯ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, বিজেপি পেয়েছে ২০ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, নির্দল পেয়েছে ১৩ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, ও টাই হয়েছে ০ টি ও পেন্ডিং রয়েছে ০ টি আসন।

রতুয়া ২ নং ব্লকের মোট আসন ১২৩ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ৭২ টি, ও এগিয়ে রয়েছে ৫ আসনে, বামফ্রন্ট পেয়েছে ৯ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, কংগ্রেস পেয়েছে ২০ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, বিজেপি পেয়েছে ১৪ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, নির্দল পেয়েছে ২ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, ও টাই হয়েছে ০ টি ও পেন্ডিং রয়েছে ১ টি আসন।

বামনগোলা ব্লকের মোট আসন ১০২ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ৫৭ টি, ও এগিয়ে রয়েছে ০ আসনে, বামফ্রন্ট পেয়েছে ১ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, কংগ্রেস পেয়েছে ০ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, বিজেপি পেয়েছে ৪৩ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, নির্দল পেয়েছে ০ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, ও টাই হয়েছে ১ টি ও পেন্ডিং রয়েছে ০ টি আসন।

হবিবপুর ব্লকের মোট আসন ১৫১ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ৪৪ টি, ও এগিয়ে রয়েছে ০ আসনে, বামফ্রন্ট পেয়েছে ১০ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, কংগ্রেস পেয়েছে ১৬ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, বিজেপি পেয়েছে ৭৭ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, নির্দল পেয়েছে ৪ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, ও টাই হয়েছে ০ টি ও পেন্ডিং রয়েছে ০ টি আসন।

গাজোল ব্লকের মোট আসন ২২৩ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ১০১ টি, ও এগিয়ে রয়েছে ০ আসনে, বামফ্রন্ট পেয়েছে ৬ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, কংগ্রেস পেয়েছে ১০ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, বিজেপি পেয়েছে ১০১ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, নির্দল পেয়েছে ৩ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, ও টাই হয়েছে ২ টি ও পেন্ডিং রয়েছে ০ টি আসন।

মানিকচক ব্লকের মোট আসন ১৬৩ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ৫৭ টি, ও এগিয়ে রয়েছে ১ আসনে, বামফ্রন্ট পেয়েছে ৮ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, কংগ্রেস পেয়েছে ২০ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, বিজেপি পেয়েছে ৪৭ টি, এগিয়ে রয়েছে ০ আসনে, নির্দল পেয়েছে ২৮ টি, এগিয়ে রয়েছে ২ আসনে, ও টাই হয়েছে ০ টি ও পেন্ডিং রয়েছে ০ টি আসন।